
ব্যক্তি থেকে বিষয়

মনোরঞ্জন ব্যাপারী
| মনোরঞ্জন ব্যাপারী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনপুস্তক ভান্ডার২৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রতিবেদক গৌতম রায় একবার আনন্দবাজার পত্রিকায় লিখেছিলেন মনোরঞ্জন ব্যাপারী এখন ব্যক্তি থেকে বিষয় হয়ে গেছে। পড়েছি বটে লেখাটা কিন্তু মানেটা বুঝতে পারিনি। সেটা বুঝেছি অনেক দিন পরে।
আমি একটা বিষয়, এমন একটা বিষয় যেটা নিয়ে গল্প উপন্যাস লেখা যায়। পত্র পত্রিকায় প্রতিবেদন লেখা যায়। যেটা দর্শক খেয়ে মজা পায়। তথ্যচিত্র বানাবার জন্য ওকে কী বলে–ফিনান্সার পাওয়া যায়। তাতে তথ্যচিত্র নির্মা...