
বেসুরো বেহালার পরের কাহিনি (একেনবাবু)
সুজন দাশগুপ্ত
| সুজন দাশগুপ্ত | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেখর দাস৩১ অক্টোবর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সূচিপত্রঃ—
আমার এক স্টুডেন্ট অ্যাসিস্টেন্ট আছে, নাম ওডিন সেকো। আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র হলেও ওডিনের বয়স হয়েছে। আমার থেকে মাত্র বছর কয়েকের ছোটো। নানা ঘাটের জল খেয়ে আবার কলেজে ঢুকেছে। অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়ে মেরিল্যান্ডে এক এনার্জি রিসার্চ সেন্টারে ল্যাব অ্যাসিস্টেন্টের কাজ করত। বেশ কয়েক বছর ছিল সেখানে, তারপর কী মনে হয়েছে আবার ডিগ্রি কোর্সে ঢুকেছে। কথাবার্তায় ভদ্র। মন দিয়ে কাজ...