
বনসাইদের গল্প

বুদ্ধদেব গুহ
এখন অনেক রাত। বোম্বের অভিজাত পাড়ায় রাত-দিনে বেশি তফাত না থাকলেও এখানেও রাত হয়েছে বলে মনে হচ্ছে এখন।
মিসেস সেন একবার লিভিং রুমে এসেছিলেন হালকা নীলরঙা নাইটি পরে। দরজা ঠিকমতো লক হল কি না, ছোটো নাইট-লাইটগুলো ছাড়া অন্য বাতি সব নেভাল কি না বেয়ারা, তাই দেখতে। সব দেখেশুনে মিসেস সেন আবার এয়ার-কণ্ডিশনড বেডরুমে ফিরে গেলেন।
আমাকে মিসেস সেন বড়োই ভালোবাসেন। ঘরে যাওয়ার আগে একবার আমার গা...