
প্রেমেন্দ্র মিত্রের ছোটগল্প কালুসর্দার

প্রেমেন্দ্র মিত্র
| প্রেমেন্দ্র মিত্র | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত০১ নভেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তোমরা বোধ হয় জান, তিনশো বছর আগে এই বাংলাদেশ একেবারে অরাজক ছিল। তখন মুসলমান রাজত্ব যায় যায়, অথচ ব্রিটিশ রাজত্বের পত্তন হয়নি। তখন সত্যিই এদেশ হয়েছিল মগের মুল্লুক। ‘জোর যার মুল্লুক তার’—কথাটা বোধ হয় তখন থেকেই উঠেছে।
সেই অরাজকতার সময় সমস্ত বাংলাদেশের নানাজায়গায় বড়ো বড়ো ডাকাতের দল গড়ে উঠেছিল। দেশের তারাই ছিল আসল রাজা। সাধারণ লোকে দিনরাত তাদের ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকত। সেই ডাকাতে...