
পাখিরা জানে না

বুদ্ধদেব গুহ
বুঝলাম তো ইংরেজিতে বলে salt-lick। বাংলায় কী বলে?
রুনা কোমরে হাত দিয়ে অর্জুন গাছের ছায়ায় দাঁড়িয়ে সুজনকে শুধোল।
সুজন বলল, বলছি। বলে, একটা সিগারেট ধরাল, তারপর গাছের নীচের একটা পাথরে বসে বলল, বাংলায় বলে নোনামাটি। বনের জানোয়ারদের আফিঙের মতো নেশা লাগে। রোজ একবার করে এই পাহাড়ি মাটিতে নুন চাটতে না এলে হরিণ সম্বরদের ঘুম হয় না।
আমি তো হরিণও নই, সম্বরও নই। আমাকে এখানে নিয়ে ...