
পথ নির্দেশ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
| শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১০ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পাঠঃ এক
মাঝারি গৃহস্থ-ঘরে বাড়ির কর্তা যখন যক্ষ্মারোগে মারা যান, তখন তিনি পরিবারটিকেও আধমরা করিয়া যান। সুলোচনার স্বামী পতিতপাবন ঠিক তাহাই করিয়া গেলেন। বর্ষাধিককাল রোগে ভুগিয়া একদিন বর্ষার দু...