নীল মানুষের মন খারাপ

নীল মানুষের মন খারাপ

সুনীল গঙ্গোপাধ্যায়

নীল মানুষের মন খারাপ

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনমেঘ বালিকা২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

গভীর জঙ্গল, এখানে মানুষ প্রায় আসেই না, দু-একজন কাঠুরে বা শিকারি দৈবাৎ এসে পড়লেও ভূতের ভয়ে পালিয়ে যায়। লোকের মুখে মুখে রটে গেছে যে ওই জঙ্গলে ভূত আছে। কেউ-কেউ বলে, ভূত নয়, ব্রহ্মদৈত্য।

এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা হাইওয়ে গেছে। সেখান দিয়ে ট্রাক যায়, অন্য গাড়ি যায়। কিন্তু কোনও গাড়ি কখনো থামে না এই জায়গায়। বিশেষত একটা পাহাড়ের গা দিয়ে যখন যেতে হয়, তখন ড্রাইভাররা রামনাম জপ কর...

Loading...