
ঝিঁঝোটি দাদরা

শ্যামল গঙ্গোপাধ্যায়
| শ্যামল গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পড়ে পাওয়া চোদ্দ আনা যাকে বলে তা কোনােদিন কুড়িয়ে পায়নি শােভনলাল। একবার ভবানীপুরে ট্রাম থেকে দুপুরবেলা নামতেই জগুবাজারের উল্টোদিকের ফুটপাথে সে তিনখানা এক টাকার নােটকে গলাগলি করে শুয়ে থাকতে দেখে। তা প্রায় তিরিশ বছর আগে।
চারদিক তাকিয়ে তখনকার শােভনলাল—বেকার ও প্রেমিক—বাঁ পায়ের স্যান্ডেলের গােড়ালি দিয়ে তিনখানা নােটের ওপরেই পুরাে তিন মিনিট দাঁড়িয়েছিল।
গলি দিয়ে গ...