
জুয়া

সমরেশ বসু
তখন আমি পুরোপুরি বেকার যে হিসেবে আমরা বেকার বলে থাকি আর শতকরা আশি ভাগ বাঙালি ছেলেকে।
যদিও শুনেছি, যে কাজ করে তাকে কোনও কারণেই বেকার বলা যায় না। কিন্তু বাংলায় একটি মুখের মতো বিশেষণ আছে তার। নিকামাইয়ের দরজি। যার মানে, কাজ আছে, কিন্তু রোজগার নেই।
রোজগার না থাকলেই বেকার। বনের মোষ তুমি যত খুশি তাড়াতে পার। অবশ্যই বনের মোষ তাড়াচ্ছিলাম না সেই স্বাধীনতা পাওয়ার পরের বছরগুলিতে। কিন্তু...