
জিন

কাসেম বিন আবুবাকার
১
আমাদের গ্রামের নাম খাজুরনান। এ বছর এই গ্রামের প্রাইমারি স্কুল থেকে যে চারজন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষা দিবে, তাদের মধ্যে আমিও একজন। অন্যরা হল আমার চাচাতো ভাই রিয়াজুল, সেখ পাড়ার মুজিবর এবং আমার বড় মামার সেজ মেয়ে লালবানু। স্কুলের হেড স্যার হলেন আমার ছোট মামা। দু’বছর হল আমাদের গ্রামে নতুন স্কুল হয়েছে। এ বছর প্রথম বৃত্তি পরীক্ষার জন্য আমাদেরকে পাঠানো হবে। সকালে ও রাতে হেড স্যারের ব...