
জসীম উদ্দীনের হাসির গল্প জিদ

জসীম উদ্দীন
| জসীম উদ্দীন | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত৩১ অক্টোবর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক তাঁতি আর তার বউ! তারা বড়ই গরিব। কোনদিন খায়-কোনদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালাইয়া, কাপড় বুনাইয়া, কিইবা তাহাদের আয়?
আগেরকার দিনে তারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য বাদশাজাদীরা, কত নবাবজাদীরা তাহাদের উঠানে গড়াগড়ি পাড়িত।
তখন একখানা শাড়ি বুনিতে মাসের পর মাস লগিত। কোনো কোনো শাড়ি বুনিতে বৎসরেরও বেশি সময় ব্যয় হইত।
সেইসব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে ...