
ছৌ

বুদ্ধদেব গুহ
শ্যামবাজার কালচারাল অ্যাসোসিয়েশন থেকে গতশনিবার শিশির মঞ্চে আমরা রবীন্দ্রনাথের ‘পণরক্ষা’ ছোটোগল্পটি নাট্যরূপ দিয়ে মঞ্চস্থ করলাম। সকলে বললেন, ভালো। খুবই ভালো। দু-একটা বড়ো কাগজেও প্রশংসা বেরোল। বাংলা ছাপার অক্ষরে জীবনে এই প্রথমবার আমার নাম ছাপা হতে দেখে, বাসিমুখে সেই কাগজ হাতে নিয়ে শরীরে বড়ো রোমাঞ্চ বোধ করলাম।
নাটক মঞ্চস্থ হওয়ার পর থেকেই মাথাটা বড়োই হালকা লাগতে লাগল। মনোসংযোগ, উত্তেজনা, ট...