ছবি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১০ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
এই কাহিনী যে সময়ের, তখনও ব্রহ্মদেশ ইংরাজের অধীনে আসে নাই। তখনও তাহার নিজের রাজারানী ছিল, পাত্রমিত্র ছিল, সৈন্য-সামন্ত ছিল; তখন পর্যন্ত তাহারা নিজেদের দেশ নিজেরাই শাসন করিত।