
চেয়ার

সুনীল গঙ্গোপাধ্যায়
আগাগোড়া শ্বেতপাথরে বাঁধানো বিশাল চওড়া সিঁড়ি। দুধের মতন সাদা, কোথাও এক ছিটে ধুলো নেই। এক পাশের রেলিংটা মনে হয় যেন সোনা দিতে তৈরি। এককালে যেসব ছিল রাজা রানিদের বাড়ি, এখন সেগুলিই মিউজিয়াম!
সিঁড়ির মুখে এসে অমিত জিগ্যেস করল, মা, তুমি এতখানি সিঁড়ি উঠতে পারবে?
হৈমন্তী মাথা নেড়ে বললেন, হ্যাঁ, পারব।
অমিত আবার বলল, তোমার পায়ে ব্যথ...