
চিহ্ন

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
| শীর্ষেন্দু মুখোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৬ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অন্ধকারে ভেসে যাচ্ছে জ্বলন্ত মোমবাতি।
হলুদ আলোয় যেন জলের মধ্যে জেগে আছে ইভার মুখ। মুখখানা এখন ভৌতিক। একটু নীচুতে আলো, শিখাটা হেলছে, দুলছে, কাঁপছে। ইভার মুখে সেই আলো। গালের গর্তে,...