
ঘুমন্ত পুরীর রাজকন্যা

প্রেমেন্দ্র মিত্র
| প্রেমেন্দ্র মিত্র | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত০১ নভেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মিনুর মামামণি আজ সন্ধেবেলা কোথা থেকে অনেকগুলাে কেয়া ফুল কিনে এনেছেন। বায়না করে তার ভিতর থেকে একটা মিনু চেয়ে নিয়ে তার ঘরে এনে রেখেছে।
কাঁটা-দেওয়া লম্বা-লম্বা পাতার আড়ালে নরম শাদা ফুলটি যেন লাজুক একটি সুন্দরী মেয়ে। আর, কী মিষ্টি তার গন্ধ! সমস্ত ঘর যেন ঢুলে পড়েছে সেই নেশায়।
বাইরে ঝিম্ ঝিম্ করে বৃষ্টি পড়ছে। ঘরের বাতি নেবানাে। একলা বিছানায় শুয়ে-শুয়ে মিনুর কী ভালই লাগছে! ক...