
ঘাসবন

নারায়ণ গঙ্গোপাধ্যায়
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৪ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হাতের লম্বা লাঠিটার ওপর ভর দিয়ে শরীরটাকে ঝুঁকিয়ে দিলে সামনের দিকে; তারপর সেই অবস্থাতেই একটা লাফ দিলে শ্যামলাল। সঙ্গে সঙ্গে লাঠির মাথা আর শরীরটার একটা নির্ভুল সমকোণ রচনা করে শূন্যে উড়ন্ত একটা পাখির মতো ছোটো নালাটা সে পার হয়ে গেল। লাঠির নীচেটা গিয়ে পড়েছিল জলের মধ্যে, সেটাকে তুলে নিতে বেশি...