
ঘনাদার বাঘ (অগ্রন্থিত)

প্রেমেন্দ্র মিত্র
| প্রেমেন্দ্র মিত্র | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত০১ নভেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শিবু প্যাঁচটা ভাল কষেছে।
ক-দিন ধরে হাওয়াটা বেয়াড়া বইছিল।
বাহাত্তর নম্বরের সময়টা এরকম মাঝেমধ্যে একটু আধটু যায় না এমন নয়। যা কিছু করি, গুমোট যেন আর কাটতে চায় না। টঙের ঘরে তাঁকে তখন কিছুতেই বাগ মানানো যায় না। কখনও তিনি কোনও কিছু ঘোষণা ছাড়াই পূর্ণ অসহযোগ চালিয়ে ন্যাড়া ছাদের সিঁড়িতে তাঁর বিদ্যাসাগরি চটি ছোঁয়ানই না। আবার কখনও সকাল বিকেল দুবেলা আমাদের সঙ্গে ওঠবোস করেও মুখে যেন কুলুপ ...