
গোঘ্ন

সমরেশ মজুমদার
সৈয়দ মুস্তাফা সিরাজ
চারু মাস্টারের বেহালা শুনে দোলাই বড় কেঁদেছিল। দোলাই ছিল নরম মনের ছেলে। বলেছিল, আপনার যন্তরে কী জানি কী যাদু আছে, কলজে টাটায়। হেই মাস্টেরবাবু, আপনার বিটির বিভায় যত কুমড়ো লাগবে, হামি দিবো। যত কলাই লাগবে, তাও দিবো।
চারু মাস্টারের বিটির ফাগুন মাসে বিভা। দোলাই তার আগেই গাবতল...