খেলার সঙ্গী

খেলার সঙ্গী

সুনীল গঙ্গোপাধ্যায়

খেলার সঙ্গী

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনমেঘ বালিকা২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সিঁড়িতে পায়ের শব্দ শোনা যাচ্ছে। পায়ের শব্দেই মানুষ চেনা যায়। বাবা ফিরছেন অফিস থেকে। অভির বাবা বেশ লম্বা-চওড়া মানুষ, তিনি কাজ করেন টেলিফোন অফিসে। অফিস থেকে ফেরেন অনেক দেরি করে। আবার বাড়িতে ফিরেও মেতে থাকেন কাজ নিয়ে।

তবে, বাবা প্রায় রোজই কিছু না কিছু জিনিস নিয়ে ফেরেন। কোনওদিন গরম সিঙাড়া, কোনওদিন আইসক্রিম, কোনওদিন সবেদা বা কমলালেবু।

বাবা বসবার ঘরে একবার উঁকি দিয়ে বললেন, ক...

Loading...