
শারদপ্রাতে

বুদ্ধদেব গুহ
‘পুজো তো আসছে, এসেই গেল, এবার পুজোয় কী করবি রে তুই বুলবুলি?’
বুলবুলি বসেছিল একটা মস্ত কদম গাছের শোয়ানো ডালে দু-টি পা একদিকে ঝুলিয়ে৷ কদম ফোটা শেষ হয়ে গেছে অনেকদিন৷ তবু গাছতলা থেকে প্রায় পচে যাওয়া ক-টি কদম কুড়িয়ে নিয়ে ঘাস দিয়ে গেঁথে মুকুটের মতো মাথায় পরেছে বুলবুলি পাগলি৷
ও ঋভুকে বলল, ‘দ্যাখ, দ্যাখ, আমি রাধা হয়েছি৷ তুই কৃষ্ণ হবি? এই রিভে?’
ঋভু উত্তর না দিয়ে বুলবুলির দুটি উজ্জ...