
কাজিরাঙা

বুদ্ধদেব গুহ
ক্যালকাটা ক্লাবে গত শনিবার হঠাৎ মণীসদার সঙ্গে দেখা সুব্রতর। সুদর্শন, প্রাণচঞ্চল মণীসদা এখনও সেরকমই আছেন। হাই কোর্ট থেকে সোজা আসছেন বলে মনে হল। সঙ্গে এক ভদ্রলোক।
কী ব্যাপার? স্টিল গোয়িং স্ট্রং সুব্রত বলল।
কী করব? তুমি তো জানো, তোমার বউদি কবে চলে গেছেন। ছেলে বম্বেতে গুজরাটি মেয়ে বিয়ে করেছ। এদিকে আর আসে না। মেয়ে বাঙ্গালোরে, IBM-এ চাকরি করে। অনেক টাকা মাইনে পায়। কোম্পানি থেকে পৃ...