
কলকাতার আরব্যরজনী

প্রেমেন্দ্র মিত্র
| প্রেমেন্দ্র মিত্র | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত০১ নভেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ঠিকানাটা বলে দিতে পারি।
একদিন সেখানে যেতে পারেন মনমর্জি হলে।
দল বেঁধে অবশ্যই নয়। একা। আর যখন তখনও নয়।
ইস্পাহানী গির্জের ঘড়িতে ঠিক যখন সাড়ে এগারটার ঘন্টা বাজছে, তখন।
ইপাহানী গির্জের ঘড়িটা একটু ক্লান্ত হয়ে পড়েছে একশো পোনেরো বছরের অবিরাম চলায়। সময়ের সঙ্গে আর ঠিক পাল্লা দিতে পারে না। একটু পিছিয়ে পড়ে।
তার সাড়ে এগারটার ঘন্টা মানে তাই এগারটা পঁইত্রিশ।