
কপিল নাচছে

মতি নন্দী
“আমি তো একা নই। হাজার হাজার লোকের⋯কারুর পাঁচ, কারুর পঞ্চাশ হাজার, কারুর পাঁচ লাখ। রণেনবাবু রিটায়ার করে যা পেয়েছিল, সারা জীবনের সঞ্চয় নব্বুই হাজার ওখানে রেখেছিল, সব গেছে। আমি তো সেই তুলনায় ভাগ্যবান, ষাট হাজার মাত্র।”
“একমাস ধরে অনবরত এই শুনছি, আর ভাল লাগে না হাজার হাজারের কথা শুনতে। সর্বনাশের মধ্যে এখন আমরা নিজেরাই।”
তিনতলার বারান্দায় রবিবারের বিকেলে স্ব...