একটি খসড়া গল্প – তিনি অর্থাৎ (ঘনাদা)

একটি খসড়া গল্প – তিনি অর্থাৎ (ঘনাদা)

প্রেমেন্দ্র মিত্র

একটি খসড়া গল্প – তিনি অর্থাৎ (ঘনাদা)

Books Pointer Iconপ্রেমেন্দ্র মিত্র
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনকাব্য রচিত০১ নভেম্বর ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

না, তিনি নেই।

নেই মানে কী, তা বুঝতে যদি কষ্ট হয় তো স্পষ্ট করেই বলছি—তিনি বেপাত্তা, অর্থাৎ নিরুদ্দেশ।

হ্যাঁ, যথার্থ নিরুদ্দেশ যাকে বলে, অর্থাৎ কোথাও কেউ তাঁর হদিস পাচ্ছে না।

অথচ চেষ্টার কি কোনও কসুর আছে!

তিনি বলে কথা! সারা পৃথিবীময় পাহাড় পর্বত সাগর নদী ডিঙিয়ে সমস্ত হটলাইন এমন গন গন করছে যে বুঝি গলেই যায়।

হট-লাইন কী বস্তু জানা নেই বুঝি?

বুঝিয়ে দিচ্ছি তাহলে...

Loading...