একজন গণেশের গল্প

একজন গণেশের গল্প

প্রচেত গুপ্ত

একজন গণেশের গল্প

Books Pointer Iconপ্রচেত গুপ্ত
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

গণেশের আবার কাজ চলে গেছে।

আবার সে বেকার। বারো বছরের জীবনে এই নিয়ে তার সাতবার কাজ গেল। হায়ার অ্যান্ড ফায়ার।

গণেশ বড়দের মতো কর্মজীবন শুরু করেছিল সামান্য ‘কম বয়েসে’। তবে সেটা বুক ফুলিয়ে বলবার মতো কোনও কথা নয়। অনেকেই ‘কম বয়েসে’ বড়দের মতো কর্মকাণ্ড করে ফেলে। কেউ স্কুল পাশ করে, কেউ এরোপ্লেন বানায়, কেউ ছবি আঁকে, কেউ গান গায়। গণেশও তেমন। আট বছর বয়সেই ...

Loading...