
আগ্রা যখন টলমল (ঘনাদা)

প্রেমেন্দ্র মিত্র
| প্রেমেন্দ্র মিত্র | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত০১ নভেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
না, তস্য তস্য!
বললেন শ্রীঘনশ্যাম দাস ওরফে ঘনাদা নামে কোনও কোনও মহলে যিনি পরিচিত। বিস্ময়ে বিহ্বলতায় কারও মুখে তখন আর কোনও কথা নেই।
ঘনশ্যাম দাস নিজেই সমবেত সকলের প্রতি কৃপা করে তাঁর সংক্ষিপ্ত উক্তিটি একটু বিস্তারিত করলেন:
মানে, আমার ঊর্ধ্বতন ষোড়শতম পূর্বপুরুষ মীর-ঈ-ইমারৎ সাওয়ানি নিগার—
ঘনশ্যাম দাসকে বাধা পেয়ে থামতে হল।
মেদভারে হস্তীর মতো যিনি বিপ...