
আইভি সোম হত্যামামলা (১৯৭৮)
সন্দীপন চট্টোপাধ্যায়
| সন্দীপন চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনমিতা সাহা২৩ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
একটি পোস্টমর্টেম
বাক্স রহস্য
রানিকুঠির বাজার ছাড়িয়ে পোল পার হয়ে, বাঁশদ্রোণির দিকে অনেকটা ভিতরে গেলে একটি মাটির গির্জা পড়ে। গির্জার পাশ দিয়ে সোজা চলে গেলে বোড়াল গ্রাম। (সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র সুটিং হয়েছিল বলে গ্রামটির নাম আজ অপরিচিত নয়।) গির্জা থেকে মাইল-দেড়েক বোড়ালের দিকে গেলে একটি কালভার্ট। তার নিচে দিয়ে বর্ষার জল ছোট নদীর মতো বয়ে চলেছে।
১৯৬৮...