
আইনানুগ

বুদ্ধদেব গুহ
ষাটের দশকের মাঝামাঝি সময়ের কথা। ভারতের সব রাজ্যেই শিকারের পারমিট দিত। বনবিভাগ। যে ব্লকের পারমিট সেই ব্লকের বনবাংলোতেই থাকা হত। আইন করে সারা দেশে শিকার বন্ধ করে দেওয়া হয় ১৯৭২ থেকে। সেবারে ওড়িশার অংগুল ফরেস্ট ডিভিশনে টুকা বাংলোতে কটক থেকে গিয়ে পৌঁছেছি একটি ট্রাক এবং দুটি জিপে করে। সঙ্গে বাবার মারাঠি বন্ধু নাগবেকার সাহেব। জ্যোতি বসুর বড়ো দাদা ডঃ কিরণ বসু (যিনি জলপাইগুড়ির বায়কত রাজার একম...