
অপদেবতা
শক্তিপদ রাজগুরু
এ্যাই বিশে, শ্লা এখানে কি করিস বে দিন রাত?
এ্যাই? —কর্কশ স্বরে তেলিয়া গর্জে ওঠে লোকটার দিকে চেয়ে।
বিশ্বনাথ ওরফে বিশের চেহারাটাও বিচিত্র ধরনের। শীর্ণ চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, তার বেশীর ভাগই পাকা, দু চার গাছি কাঁচা থেকে মুখে আলো আঁধারির ভাগ এনেছে, লম্বাটে মুখ, মাথাটার চুলগুলো উস্কোখুস্কো।
তেলিয়ার ধমকে বিশে নাটমন্দিরের ভূমিশয্যা ...