
অদৃশ্য বাঁশি

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১০ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমি জীবনে তিনবার সেই বাঁশি শুনেছি।
সুন্দর, মিষ্টি সেই বাঁশির সুর শুনলেই আমার চোখে একটা ছবি ভেসে ওঠে। একটা চোদ্দো পনেরো বছরের রাখাল ছেলে একটা মোষের পিঠে চড়ে বাঁশি বাঁজাচ্ছে।