ভোররাতে ডাক্তার সামন্ত জবাব দিয়ে চলে গেলেন। বললেন, ‘আমার আর কিছু করার নেই। আপনারা এবার ভগবানের কাছে প্রার্থনা করুন। কিছু করবার থাকলে একমাত্র তিনিই করতে পারবেন।’
প্রতিবেশী কাশীনাথ ভট্টাচার্য রোজ কাকভোরে উঠে গঙ্গাস্নান করতে যান। ডাক্তার সামন্তকে মুখার্জির বাড়িতে ঢুকতে দেখে তাঁর পেছনে পেছনে ভেতরে এসেছিলেন। তিনি মৃদুলাকে বললেন, ‘যাও মা, তুমি একটু বিশ্রাম করে নাও। গত তিনদি...