জগদ্দল।…
অসংখ্য গলি, আর ঘন ঠাসা বস্তি, আর প্রকাণ্ড বড় বড় চটকলগুলোকে দু পাশে রেখে বারাকপুর ট্রাঙ্ক রোড চলে গেছে। তারই এক অংশের নাম জগদ্দল।
জগদ্দলের ছেলে লাল্লু। অনেক সময় লোকে ওকে ডাকে বদমাশ, কিছু ফেরেববাজ, সেটা ওর খুব খারাপ লাগে না। কারণ ওগুলো ঠিক গালাগাল নয় ওর কাছে। আর এ নিয়ে ঝগড়াঝাটি করতে গেলে ওর তো এখানে বাস করাই চলে না। লোকে যা বলে ওর মা বাবাও তাই বলত ওকে। এখন মা বাপ নেই...