
সেই নদীটার নাম

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশেষ নগরী০৫ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
আই—টি সেক্টরের সৌগত সেনগুপ্ত দিনের মধ্যে দশ—ঘণ্টা অফিস নিয়ে খুব চাপে থাকে, আর সেইজন্যেই যদি কখনও উইক—এন্ডে তিন চার দিনের ছুটি পায়, পালিয়ে আসে এই কুসুমপুরের মতন কোনো নিরিবিলি ফরেস্ট বাংলোয়। বনের সবুজ আলো আর তাজা হাওয়ায় তার চোখ—মন—মগজের ওপর জমে থাকা মরচেগুলো যখন ধুয়ে সাফ হয়ে যায়, তখন সে আবার নতুন উদ্যমে ফিরে যায় সল্টলেকে সেক্টর ফাইভের ছোট্ট খুপরিটায়।
খড়্গপ...