
মায়া মারীচ

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা১০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শাম্বদের কটেজটার সামনে থেকেই শুরু হয়েছে ঘাসবন। মাঝে মাঝে কিছু বড়ো বড়ো গাছও আছে। তারপর জমিটা কিছুটা ঢালু হয়ে নেমে গেছে পান্নাসবুজ কেন নদীর বুকে। নদীর ওপাশেও জঙ্গল। কেন নদী এঁকেবেঁকে সাপের মতো প্রবাহিত হয়েছে মধ্য ভারতের এই পান্না অভয়ারণ্যের বুক চিরে। যার পোশাকি নাম—পান্না টাইগার রিজার্ভ। শাম্বদের এই কটেজটা বেসরকারি হলেও পান্না টাইগার রিজার্ভের অন্তর্গতই বলা যায়। দিন পাঁচেক হল...