
মহাকাল
রণেন ঘোষ
ধীরে ধীরে বাড়ির সামনের ডেক চেয়ারে বসলেন প্র. প্রিয়লাল বোস। চিন্তা আনন্দ উত্তেজনা সব মিলিয়ে কেমন যেন উত্তেজিত করে তুলেছে ওঁকে। পড়ন্ত বেলায় লনে এসে বসা প্র. বোসের অনেক দিনের অভ্যাস। অনেক জটিল প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছেন এখানেই। চারপাশে তাকালে পরম শান্তিতে মনটা ভরে ওঠে। চতুর্দিকে সবুজ ঘাসের উৎসব। দু-একটা গঙ্গাফড়িং ঘাসের এক শীষ থেকে আরেক শীষে সাঁতার কাটছে। সামনে গন্ধরাজ গাছ। সাদা ফুলে ...