
নখরাঘাত

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১
শাল-মহুয়ার এ অরণ্যভূমি বাংলায় না হলেও পাশের রাজ্যের এ অঞ্চলে এক সময়, অর্থাৎ ষাট-সত্তর বছর আগেও বহু বাঙালি, বিশেষত পয়সাওয়ালা বাঙালির আনাগোনা ছিল। তারা কেউ কেউ আসতেন প্রকৃতির মনোরম পরিবেশে স্বাস্থ্যোদ্ধারের জন্য, আবার কেউ কেউ বা আসতেন শিকারের জন্য। সে সময় বাঘেরও দেখা মিলত এ তল্লাটে। বাঘ যা ছিল তা কবেই সাফ করে দিয়েছিল সাদা চামড়া আর তাদের দোসর কালো চামড়ার দেশি সাহেবরা...