
গভীর রাতের কান্না

হরিনারায়ণ চট্টোপাধ্যায়
| হরিনারায়ণ চট্টোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আনন্দ আর প্রদীপ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিল। হঠাৎ ভূতের কথা ওঠায় আনন্দ বললে, ‘আমি ওসব ভূত প্রেত বিশ্বাস করি না।’
প্রদীপ বললে, ‘আমি বিশ্বাস করি। ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয়। ভূত সত্যি আছে।’
আনন্দ বললে, ‘তুই ভূত দেখেছিস?
প্রদীপ বললে, ‘আলবাত দেখেছি!’
আনন্দ বললে, ‘তাই নাকি বল তাহলে কোথায় দেখেছিস?’
প্রদীপ বললে, ‘শোন তাহলে।’