
খলবলি

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা১০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
।। এক।।
উত্তরবঙ্গের এ এক ছোট্ট জনপদ। রেল স্টেশন থেকে শুভেন্দুর গন্তব্য ইরিগেশন বাংলার দূরত্ব মাইল দশেক। ডিপার্টমেন্টের একটা গাড়ির রেল স্টেশনে থাকার কথা ছিল শুভেন্দুকে নিয়ে যাবার জন্য। কিন্তু স্টেশনে নামার পর শুভেন্দু টেলিফোন করে জানতে পারল ব্রেকডাউন হয়েছে গাড়িটা। কাজেই ভাড়া গাড়ি নিয়েই সেচ দপ্তরের বাংলোর দিকে রওনা হয়েছিল। বাংলোটাকে এখন এ অঞ্চলের সবাই চেনে। তাকে কেন্দ্...