
১৪০০ সাল

রবীন্দ্রনাথ ঠাকুর
আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহলভরে —
আজি হতে শতবর্ষ পরে ।
আজি নববসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ —
আজিকার কোনো ফুল , বিহঙ্গের কোনো গান ,
আজিকার কোনো রক্তরাগ
অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে
তোমাদের করে
আজি হতে শতবর্ষ পরে ।
তবু...