হে লক্ষ্মী তোমার আজি নাই অন্তঃপুর

হে লক্ষ্মী তোমার আজি নাই অন্তঃপুর

রবীন্দ্রনাথ ঠাকুর

হে লক্ষ্মী তোমার আজি নাই অন্তঃপুর

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর

সরস্বতীরূপ আজি ধরেছ মধুর,

দাঁড়ায়েছ সংগীতের শতদলদলে।

মানসসরসী আজি তব পদতলে

নিখিলের প্রতিবিম্বে রঞ্জিছে তোমায়।

চিত্তের সৌন্দর্য তব বাধা নাহি পায়–

সে আজি বিশ্বের মাঝে মিশিছে পুলকে

সকল আনন্দে আর সকল আলোকে

সকল মঙ্গল-সাথে। তোমার কঙ্কণ

কোমল কল্যাণপ্রভা করেছে অর্পণ

সকল সতীর করে। স্নেহাতুর হিয়া

Loading...