হে বিশ্বদেব, মোর কাছে তুমি

হে বিশ্বদেব, মোর কাছে তুমি

রবীন্দ্রনাথ ঠাকুর

হে বিশ্বদেব, মোর কাছে তুমি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


হে বিশ্বদেব, মোর কাছে তুমি

দেখা দিলে আজ কী বেশে।

দেখিনু তোমারে পূর্বগগনে,

দেখিনু তোমারে স্বদেশে।

ললাট তোমার নীল নভতল

বিমল আলোকে চির-উজ্জ্বল

নীরব আশিস-সম হিমাচল

তব বরাভয় কর।

সাগর তোমার পরশি চরণ

পদধূলি সদা করিছে হরণ,

জাহ্নবী তব হার-আভরণ

দুলিছে বক্ষ’পর।

হৃদয় খুলিয়া চাহিনু বাহিরে,

হেরিনু আজিকে নিমেষে–

...

Loading...