হে পথিক, কোন্‌খানে চলেছ কাহার পানে

হে পথিক, কোন্‌খানে চলেছ কাহার পানে

রবীন্দ্রনাথ ঠাকুর

হে পথিক, কোন্‌খানে চলেছ কাহার পানে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


“হে পথিক, কোন্‌খানে

চলেছ কাহার পানে।’

গিয়েছে রজনী, উঠে দিনমণি,

চলেছি সাগরস্নানে।

উষার আভাসে তুষারবাতাসে

পাখির উদার গানে

শয়ন তেয়াগি উঠিয়াছি জাগি,

চলেছি সাগরস্নানে।


“শুধাই তোমার কাছে

সে সাগর কোথা আছে।’

যেথা এই নদী বহি নিরবধি

নীল জলে মিশিয়াছে।

সেথা হতে রবি উঠে নবছবি,

লুকায় তাহারি পাছে–

তপ্ত...

Loading...