
হরগৌরীকন্দল

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৯ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কেবা এমন ঘরে থাকিবে।' জয়া।
এ দুঃখ সহিতে কেবা পারিবে॥
আপনি মাখেন ছাই আমারে কহেন তাই
কেবা বালাই ছাই মাখিবে॥
দামাল ছাবাল দুটি অন্ন চাছে ভুভূমে লুটি
কথায় ভুলায়ে কেবা রাখিবে ॥•
বিষ পানে নাহি ভয় কথা কৈতে ভয় হয়
উচিত কহিলে দ্বন্দ্ব বাড়িবে।
মা বাপ পাষাণ হিয়া হেন ঘরে দিল বিয়া
ভারত এ দুখে ঘর ছাড়িবে!
শিবার হইল ক্রোধ শিবের বচনে।
ধক ধক জ্বল...