স্বার্থের সমাপ্তি অপঘাতে অকস্মাৎ

স্বার্থের সমাপ্তি অপঘাতে অকস্মাৎ

রবীন্দ্রনাথ ঠাকুর

স্বার্থের সমাপ্তি অপঘাতে অকস্মাৎ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

স্বার্থের সমাপ্তি অপঘাতে। অকস্মাৎ

পরিপূর্ণ স্ফীতি-মাঝে দারুণ আঘাত

বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে

কালঝঞ্ঝাঝংকারিত দুর্যোগ-আঁধারে।

একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান

দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান।

স্বার্থ যত পূর্ণ হয় লোভক্ষুধানল

তত তার বেড়ে ওঠে– বিশ্বধরাতল

আপনার খাদ্য বলি না করি বিচার

জঠরে পুরিতে চায়। বীভৎস আহার

বীভৎস ক্ষুধারে করে ন...

Loading...