স্নানসমাপন

স্নানসমাপন

রবীন্দ্রনাথ ঠাকুর

স্নানসমাপন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে

গঙ্গার জলে পূর্বমুখে।

তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁওয়া,

ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছল্‌ছল্‌ করে।

রামানন্দ তাকিয়ে আছেন

জবাকুসুমসঙ্কাশ সূর্যোদয়ের দিকে।

মনে মনে বলছেন,

“হে দেব, তোমার যে কল্যাণতম রূপ

সে তো আমার অন্তরে প্রকাশ পেল না।

ঘোচাও তোমার আবর...

Loading...