
সিদ্ধিঘোটন

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বড় আনন্দ উদয়।
বহু দিনে ভগবতী আইলদ আলয়॥
শঙ্খ ঘণ্টা রব মহামহোৎসব ত্রিভুবনে জয় জয়।
নাচিছে নাটক গাইছে গায়ক রাগ তাল মান লয়
যত্ব চরাচর হরিষ অন্তর পরমআনন্দময় ॥
রায় গুণাকর কহে পুটকর দ্বোরে যেন দয়া হয়।
উমা পেয়ে মহেশের বাড়িল আনন্দ।
নন্দিরে কহেন কথা হাসি মৃদু মন্দ ॥
শুন শুন অরে নন্দি তুমি বড় ভক্ত।
সিদ্ধি ঘুটি দিতে মোরে তুমি বড় শক্ত ॥
এত বেলা হ...