
সতীর দক্ষালয়ে গমন

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এ কি মায়া এ কি মায়া কর মহামায়া।
সংসারে যে কিছু দেখি তব মায়াচ্ছায়া।।
নিগম আগমে তুমি নিরুপমকায়া।
ত্রিগুণ-জননী পুনঃ ত্রিদেবের জায়া।।
ইহলোকে পরলোকে তুমি যে সহায়া।
ভারত কহিছে মোরে দেহ পদচ্ছায়া।।
পলাইতে না পেয়ে ফাপর হৈলা হর।
কহিতে লাগিলা কম্পমান কলেবর।।
তোমরা কে মোরে কহ পাইয়াছি ভয়।
কোথা গেল মোর সতী বলহ নিশ্চয়।।
কালীমূর্ত...