সংলাপ

সংলাপ

অমিয় চক্রবর্তী

সংলাপ

Books Pointer Iconঅমিয় চক্রবর্তী
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী০৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

(১৯৫৫)

“সরু সামাজিক পথে চ’লে

একটু-আধটু কঁচা জায়গা তবুও মনের মধ্যে রাখা :

আগাছায় ছায়া-দেয়া আদিমতা ।

শোনো, বন্ধু, অলিগলি আঁকাবাঁকা তাতে ঘুরি।

চমক পাথরে মোড়া উজল মনন সভ্যতায়

অতিথি, তবুও ফিরে গিয়ে

ব’সে থাকি ভাঙা ঘাটে, সেই শিবতলা পুলে

গঙ্গার ওপারে, দেখি, কিছু নয়, মাছটা, পাখিটা,

কানাই ঘোরায় লাঠি, ছোটো ছেলেমেয়ে ভিড় করে,

হাঁ ক’রে...

Loading...