শূন্যঘর

শূন্যঘর

রবীন্দ্রনাথ ঠাকুর

শূন্যঘর

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গোধূলি-অন্ধকারে

পুরীর প্রান্তে অতিথি আসিনু দ্বারে।

ডাকিনু, “আছ কি কেহ,

সাড়া দেহো, সাড়া দেহো।’

ঘরভরা এক নিরাকার শূন্যতা

না কহিল কোনো কথা।

বাহিরে বাগানে পুষ্পিত শাখা

গন্ধের আহ্বানে

সংকেত করে কাহারে তাহা কে জানে।

হতভাগা এক কোকিল ডাকিছে খালি,

জনশূন্যতা নিবিড় করিয়...

Loading...